এই মুহূর্তে অল্প সময়ের জন্য ‘ষোলো’ বন্ধ করো। প্রচ্ছদে চোখ বুলিয়ে তারপর আবার এখানে আসো। কী দেখলে? একটা সুন্দর রঙিন ডিজাইন, তার ওপর সুন্দর করে ‘ষোলো’ লেখা। আচ্ছা বলো তো, প্রচ্ছদের জায়গায় শুধু একটা সাদা কাগজে বড় করে ‘ষোলো’ লিখে দিলে কী এমন হতো!

ঠিক ধরেছ, এখনকার মতো এতটা সুন্দর লাগত না। হয়তো তুমি ষোলোর এই সংখ্যা কিনতেও চাইতে না। এই যে প্রচ্ছদে লেখা, ছবি, রঙ, সবকিছুর মিশেলে সুন্দর একটা ডিজাইন তোমার সামনে এসেছে, এর নামই গ্রাফিক ডিজাইন। 

মূলত কিছু ছবি, অক্ষর, রঙ, আকৃতি (ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদি) মিলিয়ে কোনো বার্তা প্রেরণ করার (communication) প্রক্রিয়াকেই গ্রাফিক ডিজাইন বলে। টিভিতে দেখানো বিজ্ঞাপন থেকে শুরু করে শুক্রবারে মাসজিদে বিলানো লিফলেট—সবই গ্রাফিক ডিজাইনেরই অংশ। আজকাল গ্রাফিক ডিজাইন নেই, এমন জিনিস কল্পনা করাও দুষ্কর।

গ্রাফিক ডিজাইনের মূল কাজ হলো মানুষের সাথে সঠিকভাবে কমিউনিকেশন করা। যেমন ধরো ‘ষোলো’ ম্যাগাজিনের প্রচ্ছদ। এই প্রচ্ছদে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, যাতে তোমরা ম্যাগাজিন পড়তে উদ্বুদ্ধ হও। যদি প্রচ্ছদ দেখে তোমাদের ম্যাগাজিনটা খুলে দেখতে মন চায়, পড়তে মন চায়, তাহলে যিনি প্রচ্ছদ করেছেন তিনি সার্থক।

এবার চলো, গ্রাফিক ডিজাইন নিয়ে আরও কিছু গল্প করি তোমাদের সাথে।

গ্রাফিক ডিজাইন কেন শিখবে?

আজকের পৃথিবীতে গ্রাফিক ডিজাইনের বিকল্প নেই। গ্রাফিক ডিজাইন শিখে তুমি যেকোনো কোম্পানিতে চাকরি পাওয়া থেকে শুরু করে ফ্রিল্যান্সিং করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে। গ্রাফিক ডিজাইন শেখা শুরু করলে UI/UX Design, Motion Graphics, Editing এসব কিছুও শেখা সহজ হয়ে যাবে। 

কীভাবে শিখবে গ্রাফিক ডিজাইন? 

প্রথমত, ডিজাইন করা খুব মজার একটা কাজ। তুমি যে কাজটা করতে চাচ্ছ, এ জন্য তোমাকে সাধুবাদ। এবার শেখার পালা।

অনলাইন থেকে তুমি ফ্রিতেই গ্রাফিক ডিজাইন শিখতে পারো। অথবা কোনো ইন্সটিটিউটেও টাকা দিয়ে কোর্স করতে পারো। কিন্তু আমি মনে করি, তুমি যেহেতু এখনো ছাত্র, তোমার অনলাইন থেকেই শেখা উচিত। তোমার হাতে অনেক সময় আছে। এ সময় নিজে নিজে শিখতে পারলে ভবিষ্যতে তা ভালো কাজে দেবে। তা ছাড়া, তোমার সুবিধামতো সময়ে শিখতে পারবে।

ডিজাইন করার জন্য প্রথমেই তোমাকে কিছু বেসিক সম্পর্কে জানতে হবে, তাই না? গ্রাফিক ডিজাইনের বেসিক সম্পর্কে জানার জন্য ইউটিউবে সার্চ দিতে পারো, ‘Graphic Design Basics’ লিখে। 

গ্রাফিক ডিজাইনের হাতেখড়ি হয়ে যাবে এ থেকে। এবার কিছু ডিজাইন করার পালা। ডিজাইন করার জন্য তোমার লাগবে ডিজাইন সফটওয়্যার।

ডিজাইন করার অনেক সফটওয়্যার রয়েছে। তোমার যদি কম্পিউটার থাকে তাহলে খুবই ভালো। কিন্তু কম্পিউটার না থাকলেও সমস্যা নেই, মোবাইলেই ডিজাইন শুরু করতে পারবে তুমি। ডিজাইন করার অনেক সফটওয়্যার রয়েছে, সেগুলো ডাউনলোড করে চালানো শুরু করো। কীভাবে চালাতে হয়, এ সম্পর্কে ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল পাবে।

কিছু সফটওয়্যারের তালিকা— 

কম্পিউটার : 

১। Adobe Illustrator

২। Inkscape

৩। Adobe Photoshop

৪। Canva

৫। CorelDraw, Gimp ইত্যাদি।

মোবাইল :

১। PixelLab 

২। Canva

৩। Adobe Illustrator Draw

৪। PicsArt

সফটওয়্যার শেখা ব্যাপার না; ব্যাপার হলো সৃজনশীলতা দিয়ে ডিজাইন তৈরি করতে করা। সে জন্য অন্য যারা সুন্দর সুন্দর ডিজাইন করছে, তাদের ডিজাইন দেখতে পারো। তাদের সাথে কথা বলতে পারো, পরামর্শ নিতে পারো। ফেসবুকে Do Halal Design, Make Islamic Design সহ অনেক ভালো ভালো গ্রুপ রয়েছে, সেগুলোতে জয়েন করতে পারো। 

হ্যাপি ডিজাইনিং!