বিশ বছর বয়সটা যৌবনের উন্মত্ততার, ক্ষুধার।[1] মানুষ এই সময়টায় থাকে সবচেয়ে কর্মতৎপর। তবে এই বয়সটা বেশ বিপজ্জনকও বটে। এ সময়ের একটা ভুল সিদ্ধান্তের মাশুল অনেক সময় সারা জীবন ধরে গুনতে হয়। তাই বয়স বিশের কোঠায় থাকতেই সাতটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নাও।

১. বড় ভুলগুলোর মূল কারণ বেশি কথা বলা। কথা কম বলতে শেখো, বেশি শুনতে শেখো। কেউ কথা বললে মনোযোগ দিয়ে শোনো। কোনো কথা বলার আগে অন্ততঃ দু’বার ভাবো।

২. ঋণ করবে না। নয়তো তুমি একটা দীর্ঘ সময়ের জন্য দাসে পরিণত হবে। ঋণের বোঝা মাথায় নিয়ে যাপিত জীবন একজন দাসের জীবনের চেয়ে কম কষ্টের না।

৩. টাকাকে কখনোই জীবনের প্রথম অগ্রাধিকার বানাবে না। টাকার পেছনে ছুটতে গিয়ে জীবনের আনন্দের মুহূর্তগুলো উপভোগ করতে ভুলে যাবে। মৃত্যুশয্যায় এটা তোমার আফসোসের কারণ হবে।

 ৪. ব্যবসা, রাজপথ কিংবা কারাগার—জীবনের প্রতিটা ক্ষেত্রে সহযোগিতা তোমাকে বেশি শক্তিশালী করবে, বিরোধিতা বা সংঘাত নয়। তাই প্রয়োজন ছাড়া কারও সাথে সংঘাতে জড়াবে না। সবার সাথে সহযোগিতার সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে।

৫. জীবনে যদি সফল হতে চাও, তবে মেন্টর বা পরামর্শদাতা খুঁজে নাও। কয়েক সপ্তাহের জন্য না, বছরের পর বছর যে তোমাকে মেন্টরিং করবে।

৬. ভালো ভালো আইডিয়া সাফল্য বয়ে আনে না। সাফল্যই কেবল সাফল্যের জন্ম দেয়। তাই আগে ছোট ছোট জিনিসে সাফল্য অর্জন করো। এরপর তার উপর ভিত্তি করে বড় সাফল্যের দিকে এগিয়ে যাও।

৭. পৃথিবীটা ছোট। একবার যার সাথে দেখা হয়েছে, তার সাথে বারবার দেখা হবে। তাই প্রতিদিন দেখা হওয়া প্রত্যেকটা মানুষকে সম্মান দিতে শেখো। তুমিও সম্মানিত হবে।


[1] বিদেশি লেকচার অবলম্বনে

[ষোলো জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২৫ সংখ্যায় প্রকাশিত]