ষোলোর লক্ষ্য: কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের ইসলামী মূল্যবোধে দীক্ষিত করে সমাজের দায়িত্বশীল সদস্য হিসেবে গড়ে তোলা।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আল্লাহ আমাদের গত বছর বেশ কিছু অর্জনের তাওফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ভুলগুলো নিয়ে আলোচনা করেছি এবং আমাদের সামনের পরিকিল্পনা করেছি।

ষোলো কেন?

কিশোর-কিশোরী, তরুণ-তরুণীরা হলো আমাদের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু তারা অবহেলার শিকার। তাদের নিষ্পাপ, সজীব প্রাণকে বিষাক্ত করার জন্য বিদ্যমান বিশ্বকাঠামোর প্রতিটি উপাদান একযোগে কাজ করে যাচ্ছে। এর বিপরীতে, তাদের (বিশেষ করে স্কুল-কলেজ-ভার্সিটি পড়ুয়াদের) সুস্থ-সুন্দরভাবে বেড়ে উঠার জন্য, এবং সমাজের দায়িত্ববান সদস্য হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগের বেশ অভাব। ‘ষোলো’ হলো কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের জন্য প্রকাশিত ম্যাগাজিন যার লক্ষ্য: কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের ইসলামী মূল্যবোধে দীক্ষিত করে সমাজের দায়িত্বশীল সদস্য হিসেবে গড়ে তোলা।

২০২৪ এর অর্জনসমূহ

১৪,৩০০ হার্ডকপি বিক্রি
২২,০০০ পাঠক
৬০+ ক্যাম্পেইন
৬০,০০০+ সোশ্যাল মিডিয়া ফলোয়ার
২০ পাঠচক্র

ম্যাগাজিন

  • ২টি সংখ্যা প্রকাশ
  • মূল্য কমানো (৮০৳ থেকে ৫০৳)
  • সার্কুলেশন বৃদ্ধি (প্রতি সংখ্যায় ২,০০০ থেকে ৯,০০০)
  • টিম গঠন

ক্যাম্পেইন

  • পাঠচক্র শুরু
  • গাযার জন্য ৮ লাখ টাকা উত্তোলন
  • বয়কট কোকাকোলা
  • জুলাই আহতদের মধ্যে সাহায্য বিতরণ (মাসরুরস গ্রপের অর্থায়নে)
  • বিভিন্ন অনুষ্ঠানে ষোলো বিতরণ
  • ওয়েবসাইট তৈরি

২০২৫ এর পরিকল্পনা

ম্যাগাজিন

  • ৬ টি সংখ্যা প্রকাশ
  • হকারদের কাছে পৌঁছানো

ক্যাম্পেইন

  • ২৫ স্থানে নিয়মিত পাঠচক্র
  • ১২ টি স্কুল-কলেজ কেন্দ্রিক ক্যাম্পেইন
  • ৪ টি নতুন লিফলেট (স্ক্রিন অ্যাডিকশন, নেশা, জুয়া, বৃদ্ধাশ্রম)
  • মার্কেটিং লিফলেট, পোস্টারিং, স্টিকার
  • প্রতিনিধিদের অ্যাকটিভ করা
  • ষোলো মার্চেন্ডাইজ: টি-শার্ট, নোটবুক, ব্যাগ
  • সেরা প্রতিনিধিদের বৃত্তি প্রদান
  • পাঠচক্র থেকে ভিডিও মার্কেটিং

আল্লাহ আমাদের কাজে বরকত দান করুন, আমীন।