তাহারেই পড়ে মনে!
আসাদুল্লাহ আল গালিব
শরতের স্নিগ্ধ বিকেলে প্রকৃতি যেমন এক অপরূপ সাজ বরণ করে, বিয়ের আগেই লাল বেনারসি পরে তোমার জন্য ঠিক তেমনই অপরূপা সাজতো ডানাকাটা এক পরী। সেজেগুজে নদীর ধারে পার্কের বেঞ্চিতে ঠিক তোমার মুখোমুখি হয়ে বসতো। মুক্তোর দানার মতো দাঁত বের করে ফিক করে হেসে দিয়ে...