১। কিছুটা ব্যতিক্রম থাকতে পারে। তবে আমরা সাধারণত যেভাবে শিখি—

১০% পড়ার মাধ্যমে

২০% শোনার মাধ্যমে

৩০% দেখার মাধ্যমে

৫০% দেখা এবং শোনার মাধ্যমে

৭০% আলোচনা করার মাধ্যমে

৮০% পূর্বের অভিজ্ঞতার মাধ্যমে

৯০% অন্যকে শেখানোর মাধ্যমে

২। সহজে পড়া মনে রাখতে চাও? একাধারে ৩০-৫০ মিনিট পড়বে। মাঝে ১০ মিনিটের বিরতি নেবে। দেখবে, সহজেই পড়াগুলো মনে রাখতে পারবে। এটি হলো পড়াশোনাসহ যেকোনো গুরুত্বপুর্ণ তথ্য মনে রাখার সবচেয়ে কার্যকারী পদ্ধতির মধ্যে একটি।

৩। পড়ায় মন বসছে না? পড়ার সময় ভাবো, এটি তোমার অন্য কাউকে বুঝাতে হবে। তাহলে পড়ায় দ্রুত মনোযোগ চলে আসবে।

৪। মন খারাপ লাগছে? পড়তে ইচ্ছা করছে না? একটি কলা খেয়ে দেখতে পারো। কলা আমাদের মানসিক অবসাদ, সাময়িক হতাশা, খারাপ লাগা দূর করতে সাহায্য করে।

৫। ক্লাসে নোট নিয়ে পরীক্ষার আগের রাতের জন্য ফেলে রাখবে না। একদিনের মধ্যেও যদি সেটা পড়ে নিতে পারো, তাহলে সেটা ৬০%-এরও বেশি স্যারের লেকচার মনে রাখতে পারবে। দিন যত যেতে থাকবে, তত ভুলতে থাকবে। ৬। নতুন কোনো ভাষা শিখতে চাও? ইন্টারনেটের মাধ্যমে সেই ভাষার এমন ১০০টি শব্দ খুঁজে বের করো, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এরপর সেগুলো মুখস্ত করে নাও। দেখবে, সহজেই তুমি নতুন ভাষাটির অনেক বাক্য বলতে এবং বুঝতে পারছ।

[ষোলো ষষ্ঠ সংখ্যায় প্রকাশিত]