টাইটেল শুনেই অদ্ভুত এক ভালোলাগা কাজ করছে না? যাকে আমরা কেউই চোখে দেখিনি। কিন্তু সেই মানুষটাকে আমরা আমাদের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। কেমন হবে সেই মানুষটার চিঠি নিজের চোখে দেখতে পেলে?
ছবিতে তোমরা যা দেখতে পাচ্ছ, তা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই মানুষটার চিঠি।
রাসূল ﷺ ইসলামের দাওয়াত দেবার জন্য অনেকের কাছেই চিঠি পাঠিয়েছিলেন। তিনি নিজে লিখতে পড়তে পারতেন না। তিনি বলতেন। অন্যরা তাঁর নির্দেশনা অনুসারে চিঠি লিখতেন। বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিসের কাছে এভাবেই একটি চিঠি প্রেরণ করেছিলেন তিনি। সাহাবি দিহইয়া আল-কালবি রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই চিঠির বাহক।
চলো দেখে নিই সেই চিঠিটার বঙ্গানুবাদ :
‘বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহর বান্দা ও রাসূল মুহাম্মাদের তরফ থেকে রোমান সম্রাট হিরাক্লিসের প্রতি :
আল্লাহর প্রদর্শিত পথ অনুসারীর ওপর শান্তি বর্ষিত হোক।
অতপর, আমি তোমাকে আহ্বান জানাচ্ছি আল্লাহর নিকট আত্মসমর্পণ করার। আল্লাহর আনুগত্য স্বীকার করে নাও এবং তুমি নিরাপদ হয়ে যাবে। আল্লাহ তোমার পুরস্কার দ্বিগুণ করে দেবেন। কিন্তু তুমি যদি মুখ ফিরিয়ে নাও, তবে তোমার ওপর রাজ্যের সকল প্রজার পাপের দায় অর্পিত হবে৷
তাই ‘হে আহলে কিতাবগণ! এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে একই; যেন আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারও ইবাদাত না করি, তাঁর সাথে কোনো কিছুকে শরিক না করি এবং আমাদের কেউ আল্লাহ ছাড়া একে অন্যকে রব হিসেবে গ্রহণ না করি।’ তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে বলুন, ‘তোমরা সাক্ষী থাকো যে, নিশ্চয়ই আমরা মুসলিম।’[1]
মোহর : মুহাম্মাদ, আল্লাহর রাসূল’
[1][1] সূরা আলি ইমরান, আয়াত নং-৬৪